About Bangladesh Betar

bangladesh betar
ই অঞ্চলে বাংলাদেশ ঢাকাতে রেডিও সম্প্রচার শুরু হয় ১৬ই ডিসেম্বর, ১৯৩৯ সালে। প্রথম দিকে কেন্দ্রটি পুরনো ঢাকায় নাজিমুদ্দিন রোডে একটি ভাড়া করা বাড়িতে (বর্তমানে যেটি শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ) যাত্রা শুরু করে। প্রথম নামকরণ করা হয় “ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র”। পরবর্তীতে কেন্দ্রটি শাহবাগে স্থানান্তর করা হয়। রেডিওটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৭১ সালের ২৬শে মার্চ তারিখে সম্প্রচার কেন্দ্র রেডিও পাকিস্তান স্বাধীনতার ঘোষণা সম্প্রচার করা হয়।যা চট্টগ্রাম বন্দরে নোঙ্গররত একটি জাপানী জাহাজ থেকে শোনা গিয়েছিল এবং তা পুনসম্প্রচার করা হয়েছিল। যুদ্ধের সময় এটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে পরিচিত ছিল। ভারী গোলা বর্ষণের কারণে বেতারকেন্দ্রটি কয়েকবার স্থানান্তর করা হয়েছিল।শেষে ২৫শে মে তারিখে কলকাতাতে সরিয়ে নেওয়া হয়েছিল, যেখান থেকে যুদ্ধের বাকি সময় পর্যন্ত অনুষ্ঠান সম্প্রচার করা হতো। ডিসেম্বর ৬ তারিখে বেতারকেন্দ্রটিকে বাংলাদেশ বেতার নাম দেওয়া হয়।
৩১, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭

More About Bangladesh Betar

Explore the captivating world of Bangladesh Betar, the national radio broadcasting service that has been an integral part of the country’s cultural and historical tapestry. With roots dating back to December 16, 1939, in Dhaka, Bangladesh Betar started as the “Dhaka Sound Expansion Centre” in a rented house on Nazimuddin Road in Old Dhaka before finding its home in Shahbagh.

A witness to significant historical events, Bangladesh Betar played a crucial role during the Bangladesh War of Independence in 1971. On March 26, 1971, Radio Pakistan, as it was known then, echoed the spirit of freedom by broadcasting the Declaration of Independence.

Immerse yourself in the legacy of Bangladesh Betar, where every broadcast carries the echoes of a rich past and the pulse of a nation’s journey. From cultural programs to news and events, Bangladesh Betar continues to be a vital voice, connecting people across the nation and preserving the essence of Bangladesh’s communication history.