About Sanonda
সানন্দার সঙ্গে নারীদের সম্পর্ক প্রায় ৩৩ বছরের। নারীর শক্তি, সৌন্দর্য, সাহস এবং সংকল্পের নানা কাহিনি এবং চিত্র ছড়িয়ে থাকে সানন্দার প্রতিটি পাতায়। সানন্দার লক্ষ্যই হল সমাজ এবং সংসারের বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের ক্ষমতায়ন ঘটানো। গত ৩৩ বছর ধরে যেভাবে সানন্দা আপনাদের পাশে থেকেছে, তেমনই আপনাদের ভালবাসাই সমৃদ্ধ করেছে সানন্দাকে। সেই কথা মাথায় রেখে, সানন্দার পাঠকদের আরও আপন করে নিতে তৈরি হয়েছে সানন্দা ক্লাব। এ এক বিশেষ মঞ্চ যেখানে সারা বছর জুড়ে মহিলারা নানা অ্যাক্টিভিটিতে মেতে থাকেন। আধুনিক নারীদের পছন্দ এবং প্রয়োজনের কথা মাথায় রেখে সানন্দা ক্লাব আয়োজন করেছে রান্না, সৌন্দর্য্য, ফ্যাশন, পেরেন্টিং, স্বাস্থ্য ও ফিটনেস বিষয়ক অসংখ্য অভিনব ওয়র্কশপ। অসংখ্য মহিলা আজ সানন্দা ক্লাবের সদস্য। প্রতিটি ওয়র্কশপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন প্রত্যেকে। এই সম্পর্ক এভাবেই অটুট থাকুক, আরও দৃঢ় হোক, সানন্দার তরফ থেকে এই কামনাই রইল।
© Copyright 2019, All rights reserved by ABP Pvt Ltd.